ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমি এই গ্রহের ফুটবলার: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
আমি এই গ্রহের ফুটবলার: রোনালদো ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে অসাধারণ খেলেছেন রিয়ালের গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিন ম্যাচে আট গোল করেছেন ফুটবলের এই জাদুকর।

ফ্রান্সের লিজেন্ড রিয়ালের কোচ জিনেদিন জিদান মনে করেন, রোনালদো অন্য গ্রহের ফুটবলার। কিন্তু, রোনালদো নিজেই জানাচ্ছেন, তিনি এই গ্রহের ফুটবলার।

তিনি আরও জানান, কঠোর পরিশ্রমের ফলেই সাফল্য পাচ্ছেন তিনি।

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স রিয়ালকে টেনে নিয়ে যাচ্ছে। সেমি-ফাইনালে প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪০০ গোলের মালিক হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির সাত হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদো জানান, ‘আমি সত্যিই ভালো কিছু অনুভব করছি। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ধাপের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। অবশ্যই কিছুটা ভাগ্যও আছে। আমি নিজেকে প্রস্তুত করেছি এবং সবকিছু ভালোমতো কাজ করেছে। আর এটা শুধু আমার জন্য নয়, আমার দলের জন্যও। ’

সিআর সেভেন খ্যাত এই তারকা আরও যোগ করেন, ‘আমি সব সময় বলি, নিষ্ঠা আর কঠিন পরিশ্রমে সাফল্য স্বাভাবিকভাবেই আসে। আমি খুব ভাগ্যবান কারণ আমি এই গ্রহের! এটা আসলেই বড় পাওয়া যেটা আমি আশা করিনি। কিন্তু, পুরো দলই আমার পাশে আছে, ক্লাবের জন্য যারা পরিশ্রম করছে তারা আমার পাশে আছে। ভক্তরা সব সময়ই আমাকে সমর্থন জানাচ্ছে। দলকে সমর্থন জানাচ্ছে। এটা আমাদের এগিয়ে নেওয়ার পথটা সহজ করে দেয়। ’

অ্যাতলেতিকোর বিপক্ষে ঘরের মাঠে হ্যাটট্রিক করা রোনালদো আরও যোগ করেন, ‘এই ম্যাচটা আবেগের ম্যাচ ছিল। আমরা রিয়ালের জার্সির জন্য খেলি। খুব খুশি কারণ দল ৩-০ গোলে জিতেছে। এটা আমাদের বিশেষ একটি রাত ছিল। ক্লাবকে আরও কিছু দিতে চাই, অবসরে যাওয়ার আগে। ক্লাবের জন্য আরও গোল করতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কার্ডিফের মাঠে রিয়ালকে দেখতে চাই। আর সেই পথে আমরা অনেকটাই এগিয়ে। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।