ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে জয় পেল নওগাঁ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে জয় পেল নওগাঁ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে জয় পেল নওগাঁ-ছবি: বাংলানিউজ

নওগাঁ: বেলকন-আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফুটবল দল ৩-১ গোলে রংপুর ফুটবল দলকে হারিয়ে শিরোপা জিতেছে।

শুক্রবার (৫ মে) বিকেলে নওগাঁ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি।

এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।

খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ৩-১ গোলে রংপুর জেলা দলকে হারায় নওগাঁ।

বেলকন কোম্পানি লিমিটেড, রানার গ্রুপ এবং আমিনুল ইসলামের সহযোগিতায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।