ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কৌশলগত কারণে রোনালদো আজ দর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
কৌশলগত কারণে রোনালদো আজ দর্শক ছবি: সংগৃহীত

অবনমন অঞ্চলে থাকা গ্রানাডার মাঠ স্তাদিও নুয়েভো লস কারমেনসে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে কোচ জিনেদিন জিদান আবারো বিশ্রামে রেখেছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। লা লিগায় এ পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে ফিট রাখতেই হয়তো জিদানের এমন কৌশল। ইউরোপিয়ান সর্বোচ্চ লিগে সিআর সেভেন শেষ তিন ম্যাচে আটটি গোল করেছেন।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে রিয়াল। এর আগেও কৌশলগত কারণে রোনালদোকে একাধিকবার বিশ্রামে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময় আজ রাত পৌনে একটায় গ্রানাডার বিপক্ষে লড়বে রিয়াল। দারুণ ছন্দে থাকা রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ।

তাছাড়া লা লিগায় আরেকটি হলুদ কার্ড পেলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন রোনালদো। সেক্ষেত্রে আগামী ১৪ মে নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। রোনালদোকে বিশ্রাম দেওয়ার পেছনে এটাও বড় কারণ হতে পারে।

পুঁচকে গ্রানাডার বিপক্ষে রিয়ালের পরিসংখ্যানটা এমনিতেই পরিস্কার। লা লিগায় শেষ ১৪ ম্যাচের মধ্যে ১৩টিই জিতেছে রিয়াল। সর্বশেষ ২০১৩ সালে রোনালদোর আত্মঘাতি গোলে জয় পায় গ্রানাডা। এছাড়া লিগে শেষ ৪৬ ম্যাচে একটি করে হলেও গোল করেছে রিয়াল। আর ছয়টি অ্যাওয়ে ম্যাচেই জয় পেয়েছে গ্যালাকটিকোরা।

লিগ টেবিলে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল। লিগে বার্সার তিন ম্যাচ বাকি থাকলেও রিয়াল খেলবে আরও চারটি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।