ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

সুবর্ণ জয়ন্তীর ম্যাচে আজাদ ক্লাবের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ৬, ২০১৭
সুবর্ণ জয়ন্তীর ম্যাচে আজাদ ক্লাবের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সরকারপাড়া আজাদ ক্লাবের সুবর্ণ জয়ন্তী (৫৪ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচে অংশগ্রহণ করে সদ্য ৫৪ বছরে পা দেওয়া ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সরকারপাড়া আজাদ ক্লাব এবং ঠাকুরগাঁওয়ের আরেক ঐতিহ্যবাহী ক্লাব সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সরকারপাড়া আজাদ ক্লাব ৩-১ গোলের ব্যবধানে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীকে পরাজিত করে।

.ম্যাচ শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি ও সরকারপাড়া আজাদ ক্লাবের উপদেষ্টা মো: আবু তোরাব মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আব্দুল আওয়াল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান বাবু।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।