ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালে রামোসের জয়ের মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ৭, ২০১৭
রিয়ালে রামোসের জয়ের মাইলফলক সার্জিও রামোস/ছবি: সংগৃহীত

গ্রানাডার মাঠে ৪-০ গোলে জয়ের মধ্য দিয়ে একটি মাইলফলক ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। লা লিগায় গ্যালাকটিকোদের জার্সিতে এটি তার ২৫০তম জয়। জয়ের কীর্তি গড়ার পথে ম্যাচ খেলেছেন ৩৬২টি।

রক্ষণভাগ সামলানোর পাশাপাশি ৪৯টি গোল করে দলের জয়ে অবদান রাখেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার। লস ব্লাঙ্কসদের হয়ে প্রতি মৌসুমেই গোল উদযাপন করে যাচ্ছেন।

এ বছর এখন পর্যন্ত সাতবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন। এটিই তার সর্বোচ্চ স্কোরিং সিজন।

রিয়ালে রামোসের ১২তম মৌসুম চলছে। ২০০৫ সালে শৈশবের ক্লাব সেভিয়া ছেড়ে বার্নাব্যুতে যোগ দেন। নিজেকে স্প্যানিশ জায়ান্টদের প্রতীকে পরিণত করেছেন বিশ্বের অন্যতম সেরা এ সেন্টারব্যাক।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০১১-১২ মৌসুমের পর এবার সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ৩১ বছর বয়সী রামোস। ৩০ ম্যাচে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।