অ্যানফিল্ডে পুরো ম্যাচ জুড়ে কুতিনহো-ফিরমিনোদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। বল দখলে রেখে আক্রমণাত্বক ফুটবল খেলেও জালের দেখা পায়নি ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।
এ মৌসুমে লিভারপুলের আর দু’টি ম্যাচ বাকি। প্রতিপক্ষ ওয়েস্টহাম ও মিডলসব্রো। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ। যথাক্রমে ১৪ ও ২১ মে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
এদিকে পয়েন্ট হাতছাড়া হলেও ম্যানচেস্টার সিটিকে টপকে চার থেকে তিনে উঠে এসেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে উত্তীর্ণ হতে শীর্ষ চারে থাকা আবশ্যক। চতুর্থ টিমকে প্লে-অফের বাধা পেরোতে হবে।
৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। এক পয়েন্ট পিছিয়ে চারে নেমে গেছে ম্যানসিটি (৩৫ ম্যাচ)। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্টে শিরোপায় চোখ রাখছে চেলসি। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা টটেনহাম।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম