ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কোচিংয়ে ফিরলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
কোচিংয়ে ফিরলেন ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা/ছবি: সংগৃহীত

লম্বা বিরতির পর কোচিং পেশায় ফিরলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল-ফুজাইরাহ ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি।

আমিরাত ক্লাবেই সবশেষ কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু, তা সুখকর ছিল না।

২০১২ সালের জুলাইয়ে আল ওয়াসল থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই কোচিংয়ের বাইরে ৮৬’র বিশ্বকাপ জয়ী।

অাল-ফুজাইরাহ তাদের টুইটার পেজে ক্লাবের জার্সি ধরা অবস্থায় ম্যারাডোনার একটি ছবি পোস্ট করেছে। ফেসবুকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ম্যারাডোনা, ‘আমি তোমাদের বলতে চাই যে, আমি আল-ফুজাইরাহ এসসি’র নতুন কোচ। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল। ’

কোচ হিসেবে সাফল্যের খোঁজে ৫৬ বছর বয়সী ম্যারাডোনা। ২০০৮-১০ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারের জেরে চাকরি হারান। পরের বছর যোগ দেন আল ওয়াসলে। এবার ফুজাইরাহ অধ্যায়টা কেমন হবে সেটিই দেখার অপেক্ষা!

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।