লিগে আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে চেলসি। যেখানে একটি জিততে পারলেই ২০১৪-১৫ মৌসুমের পর ফের শিরোপার মুকুট পড়বে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।
সোমবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মিডলসবার্গকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় ব্লুজ খ্যাত দলটি।
ম্যাচের ২৩ মিনিটেই দলের হয়ে লিড নেন স্প্যানিশ স্ট্রাইকার কস্তা। চলতি মৌসুমে এটি তার ২০তম গোল। আর ৩৪ মিনিটে আলোনসো লিড দ্বিগুণ করেন। বিরতির পর মৌসুমের প্রথম গোল করে বড় জয় নিশ্চিত করেন মাতিক।
৩৫ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে চেলসি। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শিরোপা দৌঁড়ে এখনও টিকে রয়েছে টটেনহাম।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, ০৯ মে, ২০১৭
এমএমএস