ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রাঙ্গামাটিতে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
রাঙ্গামাটিতে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু ...

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে।

সোমবার (০৮ মে) বিকেলে রাঙ্গামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এ ফুটবল লিগের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি প্রীতম রায়, কিংশুক চাকমা, সাধারণ সম্পাদক বরুন দেওয়ান, ক্রীড়া সংগঠক সফিউল আজম।

উদ্বোধনী খেলায় কিশোর সংগঠন ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে কিশোর সংগঠনের পক্ষে মো. ইসমাঈল হোসেন টিপু এবং দ্বিতীয়ার্ধে সমর জয় তঞ্চাঙ্গ্যা একটি করে গোল করেন। এবারের লিগে মোট ১২টি দল অংশ নিয়েছে।  

বাংলাদশে সময়: ০৫৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।