ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু রাশিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জয়ে শুরু রাশিয়ার ছবি: সংগৃহীত

কনফেডারেশনস ‍কাপে আত্মবিশ্বাসী শুরু পেয়েছে স্বাগকিক রাশিয়া। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। আট দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘এ’ গ্রুপের রাশিয়ানদের পরবর্তী ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে।

সেন্ট পিটার্সবার্গের ক্রেসটভস্কি স্টেডিয়ামে খেলার শুরুর ৩১ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় রাশিয়া। নিজেদের জালে বল জড়ান নিউজিল্যান্ড ডিফেন্ডার মাইকেল বক্সাল।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে স্বাগতিক হয়ে জয়সূচক গোল উপহার দেন ফরোয়ার্ড ফেডোর স্মোলোভ।

মস্কোতে আগামী বুধবার (২১ মে) ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে রাশিয়া। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রসঙ্গত, বিশ্বকাপ সামনে রেখে আগের বছর মাঠে গড়ায় ফিফা কনফেডারেশনস কাপ। এতে স্বাগতিক দেশ ও বর্তমান বিশ্বকাপ  জয়ী দলের পাশাপাশি ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়ন অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।