ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

পেরেজই থাকছেন রিয়ালের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
পেরেজই থাকছেন রিয়ালের প্রেসিডেন্ট পেরেজই থাকছেন রিয়ালের প্রেসিডেন্ট-ছবি:সংগৃহীত

২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্টিনো পেরেজই থাকছেন। এই পদের জন্য কোনো প্রার্থী না থাকায় সর্বোচ্চ ক্ষমতার আসনে ফের বিবেচিত হলেন তিনি।

পেরেজ সর্বপ্রথম ২০০০ সালে রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। এর পর থেকে তার অধীনে স্প্যানিশ জায়ান্ট দলটি তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে।

চলতি আসরে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে লা লিগাও জেতে জিনেদিন জিদানের শিষ্যরা। আর আগামী মৌসুমে দলের আরও সাফল্য আনতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন ৭০ বছর বয়সী পেরেজ।

তিনি মোনাকো তারকা কায়লিয়ান এমবাপ্পেকে দলে টানতে উঠে-পড়ে লেগেছেন। যদিও দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ক্লাব ছাড়ার গুঞ্জন শুরু হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, রিয়াল ছাড়তে পারেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।