সম্প্রতি রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর ওপর ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে। আর এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
এরপরেই সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা একটা ব্যাপার পরিস্কার করে জানিয়েছে, এমন কোনো প্রস্তাবে তারা ইচ্ছুক না। এমনকি এটিকে তারা দিনের সেরা ধাপ্পাবাজি বলে জানিয়েছে।
জার্মান জায়ান্টদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর গুঞ্জন ছড়াচ্ছে। আসলে ডিজিটাল প্রযুক্তির গতি অনেক বেশি। তবে সব ঘটনা সত্যি না। আর রোনালদোর প্রতি আমরা কোনো আগ্রহই দেখাইনি। ’
সিআর সেভেন বর্তমানে রাশিয়ায় রয়েছেন। যেখানে তার নিজ দেশ পর্তুগাল কনফেডারেশন কাপে খেলছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস