ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর প্রতি আগ্রহ নেই বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
রোনালদোর প্রতি আগ্রহ নেই বায়ার্নের ক্রিস্টিয়ানো রোনালদোর-ছবি:সংগৃহীত

বিশ্বসেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়েছে বায়ার্ন মিউনিখ, এমন তথ্য প্রকাশ করেছিল বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্যাপারটিকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রামিঙ্গে।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর ওপর ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে। আর এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

তাতে স্পেন ছেড়ে অন্যত্র খেলার কথা জানিয়েছেন রোনালদো।

এরপরেই সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা একটা ব্যাপার পরিস্কার করে জানিয়েছে, এমন কোনো প্রস্তাবে তারা ইচ্ছুক না। এমনকি এটিকে তারা দিনের সেরা ধাপ্পাবাজি বলে জানিয়েছে।

জার্মান জায়ান্টদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর গুঞ্জন ছড়াচ্ছে। আসলে ডিজিটাল প্রযুক্তির গতি অনেক বেশি। তবে সব ঘটনা সত্যি না। আর রোনালদোর প্রতি আমরা কোনো আগ্রহই দেখাইনি। ’

সিআর সেভেন বর্তমানে রাশিয়ায় রয়েছেন। যেখানে তার নিজ দেশ পর্তুগাল কনফেডারেশন কাপে খেলছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।