প্রতিপক্ষের দুইজন খেলোয়াড়কে লক্ষ্য করে খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে বলে শট নেন অস্কার। মুহূর্তেই তাকে ঘিরে দু’দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন।
ম্যাচে তখন ১-১ সমতা। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে মাঝমাঠে একজনকে কাটিয়ে আরেকজনকে অতিক্রম করতে গিয়ে পরাস্ত হন অস্কারের স্বদেশী ফরোয়ার্ড হাল্ক। প্রতিপক্ষ বলের দখল নেওয়ার আগেই বেশ ক্ষুব্ধভাবেই একজনের দিকে কিক নেন অস্কার। ফিরতি বলে পেছন থেকে আসা আরেকজনের গায়ে বলের আঘাত হানেন।
এরপরই গুয়াংঝোর একজন খেলোয়াড় দৌড়ে এসে অস্কারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তা বিবাদে রূপ নেয়। মাঠেই পড়ে ছিলেন সাবেক চেলসি মিডফিল্ডার। ধাক্কাধাক্কি আর হাতাহাতিতে লিপ্ত হন দু’দলের খেলোয়াড়রা। সাইডবেঞ্চের খেলোয়াড়রাও এসে যুক্ত হন। এক কথায় বিশৃঙ্ক্ষল পরিস্থিতির সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। অস্কারের পাস থেকেই সাংহাইকে সমতায় ফেরান হাল্ক। এ ঘটনায় অস্কার বড় ধরনের শাস্তি পেলে অবাক হওয়ার কিছু থাকবে না! রেফারির রিপোর্টসহ পুরো ব্যাপারটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে লিগ কর্তৃপক্ষ।
ভিডিও:
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমআরএম