ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

পাঁচ গোলের ম্যাচে জার্মানির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
পাঁচ গোলের ম্যাচে জার্মানির কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

কষ্টার্জিত জয় দিয়ে কনফেডারেশনস কাপ মিশন শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শিষ্যরা। পরবর্তী ম্যাচে চিলির মুখোমুখি হবে জার্মানরা।

খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় জার্মানিকে লিড এনে দেন ফরোয়ার্ড লার্স স্টিন্ডল। ৪১ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান মিডফিল্ডার টমাস রজিক।

প্রথমার্ধের আগ মুহূর্তে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-১ করেন উঠতি জার্মান উইঙ্গার হুলিয়ান ড্রাক্সলার।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় জার্মানির হয়ে তৃতীয় গোল উদযাপন করেন তরুণ মিডফিল্ডার লিওন গোরেতজকা। ৫৬ মিনিটে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ফরোয়ার্ড টমি জুরিখ। নির্ধারিত সময় শেষের আগে আর কেউই জালের দেখা পাননি।

পূর্ণ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চিলির পেছনে অবস্থান করছে জার্মানি। বৃহস্পতিবার (২২ জুন) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ২-০ গোলে হারায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।