দু’জনের প্রতিদ্বন্দ্বিতায় পর্তুগিজ আইকনের চেয়ে স্বদেশী মেসিকেই এগিয়ে রাখছেন ম্যারাডোনা। কিন্তু আলবিসেলেস্তেদের জন্য রিয়াল মাদ্রিদ সুপারস্টারকে সানন্দে বেছে নেবেন তিনি।
রোনালদোর ভূয়সী প্রশংসাই করেছেন ম্যারডোনা। তবে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড টাইটেল এনে দেওয়ার অক্ষমতা সত্ত্বেও মেসিকেই উপরে রাখছেন, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) একজন জন্তু। সে যদি আর্জেন্টিনার হতো। কিন্তু আমি এখনো মেসিকে পছন্দ করবো। সে ফুটবল খেলাটা উপভোগ করছে এবং সহজেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যায়। ’
আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক মেডেল জিতেছেন মেসি। সিনিয়র টিমের হয়ে এখনো শিরোপার ছোঁয়া পাননি। জেতা হয়নি বিশ্বকাপ। গত আসরে ফাইনালে উঠেও সঙ্গী হয় রাজ্যের হতাশা। বর্ণাঢ্য ক্যারিয়ারে যেটি একবার উঁচিয়ে ধরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ম্যারাডোনা।
তবুও মেসি বন্দনায় ম্যারাডোনা, ‘মেসি একা বিশ্বকাপ জেতাতে পারবে না। যদি সে ওয়ার্ল্ডকাপ নাও জেতে, আমরা তাকে মনে রাখবো। ’
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমআরএম