ব্যাক-টু-ব্যাক ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জেতানো জিদানকে তর্কসাপেক্ষে বিশ্বের সেরা কোচের আসনে রাখছেন পেরেজ। গত বছরের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন।
টানা দু’বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ে জিদানের রিয়াল। তার অধীনে চার মৌসুমের খরা কাটিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে মাতে লস ব্লাঙ্কসরা।
দেড় বছরে জিদানের উন্নতিতে মুগ্ধ পেরেজ এবং মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী। রিয়ালের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ার পর বার্নাব্যুতে এক অনুষ্ঠানে কোচের ভূয়সী প্রশংসা করেন তিনি, ‘রিয়াল মাদ্রিদ আবারও এমন কিছু করেছে যেটা কেউই এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। ’
‘সেরা আন্তর্জাতিক ও স্প্যানিশ খেলোয়াড়দের নিয়ে একটি কিংবদন্তি দল গড়েছি। ক্লাবের একাডেমিও বিশেষ ভূমিকা উপভোগ করছে। আমরা জিদানের অধীনে একটি টিম, সমর্থকদের জন্য একটি সিম্বোলিক ফিগার, যিনি অল্প সময়ে বিশ্বের সেরা কোচ হয়ে উঠেছেন। ’-যোগ করেন জিদান।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমআরএম