শিগগিরই নতুন চুক্তির ঘোষণা দেবে ইংলিশ জায়ান্টরা। সব ঠিক থাকলে ২০২১ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন সাবেক জুভেন্টাস কোচ।
চেলসি স্কোয়াডকে ঢেলে সাজাতে চান কন্তে। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে (ইংলিশ ফুটবলে অফিসিয়ালি ১ জুলাই থেকে শুরু) এভারটন স্ট্রাইকার রোমেলু লুকাকু, মোনাকো মিডফিল্ডার তিয়েমো বাকাইয়োকো ও ম্যানসিটি গোলরক্ষক উইলি কাবালেরোকে সই করাতে আত্মবিশ্বাসী ব্লুজরা। ধীরগতি সত্ত্বেও আলোচনা সঠিকভাবে এগোচ্ছে বলে কোচকে আশ্বস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ছুটি কাটাতে এখন ইতালিতে অবস্থান করছেন ৪৭ বছর বয়সী কন্তে। আগামী মাসে চেলসিতে ফিরে প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করবেন। নতুন মৌসুম সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে চীন ও সিঙ্গাপুর ট্যুরে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
চীনের বার্ডস নেস্ট স্টেডিয়ামে ২২ জুলাই প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কন্তের চেলসি। এরপর প্রাক মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিতে সিঙ্গাপুরে উড়াল দেবে ব্লুজরা।
চেলসির সামনে শিরোপা জয় দিয়ে নতুন মৌসুম শুরুর হাতছানি! আগামী ৬ আগস্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তারা কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালকে মোকাবেলা করবে। ছয়দিন পর স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলি ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
এমআরএম