ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন চেলসিতে ২০২১ পর্যন্ত কন্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
চ্যাম্পিয়ন চেলসিতে ২০২১ পর্যন্ত কন্তে ছবি: সংগৃহীত

ট্রান্সফার উইন্ডোতে নিজের পছন্দের সম্ভাব্য খেলোয়াড়দের দলে ভেড়ানোর লক্ষ্যে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ কেটে গেছে অ্যান্তোনিও কন্তের। ইতিবাচক অগ্রগতি হওয়ায় চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন এ ইতালিয়ান কোচ।

শিগগিরই নতুন চুক্তির ঘোষণা দেবে ইংলিশ জায়ান্টরা। সব ঠিক থাকলে ২০২১ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন সাবেক জুভেন্টাস কোচ।

বর্তমান চুক্তির মেয়াদ ২০১৯ পর্যন্ত। গত বছর ইতালির ‍জাতীয় দল ছেড়ে চেলসির দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জয় করেন কন্তে। দীর্ঘ মেয়াদে ব্লুজদের কোচিংয়ে চোখ রাখছেন তিনি।

চেলসি স্কোয়াডকে ঢেলে সাজাতে চান কন্তে। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে (ইংলিশ ফুটবলে অফিসিয়ালি ১ জুলাই থেকে শুরু) এভারটন স্ট্রাইকার রোমেলু লুকাকু, মোনাকো মিডফিল্ডার তিয়েমো বাকাইয়োকো ও ম্যানসিটি গোলরক্ষক উইলি কাবালেরোকে সই করাতে আত্মবিশ্বাসী ব্লুজরা। ধীরগতি সত্ত্বেও আলোচনা সঠিকভাবে এগোচ্ছে বলে কোচকে আশ্বস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ছুটি কাটাতে এখন ইতালিতে অবস্থান করছেন ৪৭ বছর বয়সী কন্তে। আগামী মাসে চেলসিতে ফিরে প্রাক-মৌসুমের ‍প্রস্তুতি শুরু করবেন। নতুন মৌসুম সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে চীন ও সিঙ্গাপুর ট্যুরে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা।

চীনের বার্ডস নেস্ট স্টেডিয়ামে ২২ জুলাই প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কন্তের চেলসি। এরপর প্রাক মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিতে সিঙ্গাপুরে উড়াল দেবে ব্লুজরা।

চেলসির সামনে শিরোপা জয় দিয়ে নতুন মৌসুম শুরুর হাতছানি! আগামী ৬ আগস্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তারা কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালকে মোকাবেলা করবে। ছয়দিন পর স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলি ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।