শুধু তাই নয়, তিনি নাকি দুই ক্লাবের কাছ থেকে ব্যাপক অর্থ নিয়েছেন। সম্প্রতি এই চুক্তি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় ম্যানইউ ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
ম্যানইউ ও জুভেন্টাসের কাছে পগবার চুক্তিপত্রও চেয়ে পাঠায় তারা। সেই সময় রেড ডেভিলসের তরফ থেকে জানানো হয় পারফরম্যান্স বোনাস হিসেবে প্রায় ৫৭ লক্ষ মার্কিন ডলার জুভিদের দেবে তারা। এ ছাড়াও পগবা যদি নতুন চুক্তিতে সই করে তার জন্যও আলাদা অর্থ দেওয়া হবে ইতালির ক্লাবটিকে। জুভেন্টাস কর্তৃপক্ষ অবশ্য পগবার চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এ প্রসঙ্গে ফিফার এক কর্তা বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ আমরা পাইনি। তবে জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া হবে। ’
ম্যানইউ থেকেই উত্থান পগবার। কিন্তু প্রথম দলে নিয়মিত সুযোগ না পেয়ে ২০১২ সালে সই করেন জুভেন্টাসে। চার বছর পরে রেকর্ড অর্থে প্রত্যাবর্তন ঘটান পুরনো ক্লাবে। তবে চুক্তি বিতর্কে ম্যানইউ ও জুভিদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেও, পগবার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ফিফার।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ২২ জুন, ২০১৭
এমএমএস