অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘৩৬ জন থাকার কথা থাকলে তাতে তিনজন অনুপস্থিত আছেন। জ্বরে আক্রান্ত থাকায় জুয়েল রানা এবং হেমন্তু ভিনসেন্ট বিশ্বাস এখনো ক্যাম্পে যোগ দেননি।
জুলাইয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে সামনে রেখে ৩৬ জনের প্রাথমিক দল নিয়ে জাতীয় দলের নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের অধীনে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। কেমন হচ্ছে সেই ক্যাম্প? রুপু জানান, ‘অনুশীলন বেশ ভালোভাবেই চলছে। কোচ অ্যান্ড্রু–ওর্ড এই অনুশীলনপর্ব পরিচালনা করছেন। ’
এখান থেকে এএফসি কাপ উপলক্ষ্যে দল গঠন করবেন ওর্ড। প্রথমে ৫৪ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হলেও সেখান থেকে পরে ১৮ জনকে ছেঁটে ফেলা হয়। চূড়ান্ত দলে অবশ্য এই ৩৬ থেকে ছেঁটে ফেলে সংখ্যা কমানো হবে।
ঈদের আগে ২৪ জুন (শনিবার) পর্যন্ত এই ক্যাম্প চলবে। তাই বিকেএসপিতে সকাল-বিবেল দু’বেলা করে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন সোহেল-তকলিসরা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম