ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৩০-এ পা রাখা মেসির ৩০টি রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
৩০-এ পা রাখা মেসির ৩০টি রেকর্ড ছবি: সংগৃহীত

রেকর্ডের বরপুত্র তিনি। নিজের রেকর্ড নিজেই ভাঙেন। অর্জনে সমৃদ্ধ ট্রফিময় বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার। দেখতে দেখতে যিনি পা রেখেছেন ৩০-এ। লিওনেল মেসির ত্রিশতম জন্মদিনে তার সবচেয়ে আকর্ষণীয় ৩০টি রেকর্ডে ফিরে যাওয়া যাক।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাঠকদের জন্য আর্জেন্টাইন আইকনের থলিতে থাকা এমন সব অসাধারণ রেকর্ডের চিত্র তুলে ধরা হলো:

•    এক পঞ্জিকাবর্ষে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৯১টি, ২০১২ সালে বার্সা ও আর্জেন্টিনার হয়ে)।

•    সবচেয়ে বেশি সংখ্যাক ব্যালন ডি’র বিজয়ী (পাঁচবার)।

•    আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৫৮)।

•    একটি স্প্যানিশ ক্লাবের হয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি টাইটেল জয়ী (৩০)।

•    বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৫০৭)।

...•    লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের (গোলে সহায়তা) মালিক (১৬৫)।

•    স্প্যানিশ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে (২০১২-১৩) প্রত্যেকটি টিমের বিপক্ষে অন্তত একটি করে গোলস্কোর।

•    রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর ইতিহাসে অল টাইম লিডিং স্কোরার (২৩)।

•    স্প্যানিশ লিগ ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে রেকর্ড গোলস্কোরার (৫৯, ২০১২)।

•    ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দু’বার (২০১১ ও ২০১৫) একই বছরে ছয়টি ভিন্ন প্রতিযোগিতায় গোলস্কোর।

...•    ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড চারবার সর্বোচ্চ গোলস্কোরার অ্যাওয়ার্ড ‘গোল্ডেন বুট’ জিতেছেন।

•    বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশিবার সেরা তিনে থেকে শেষ করা (১০ ‍বার, ২০০৭ থেকে ২০১৬)।

•    ক্লাব ফুটবল ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল (৭৩, ২০১১-১২)।

    গোল্ডেন বুট জয়ী হিসেবে সবচেয়ে বেশি গোলের কীর্তি (৫০, ২০১১-১২ মৌসুম)।

•    স্প্যানিশ ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা আট মৌসুমে ৪০ বা তার বেশি গোলস্কোর।

...•    এসপানিওলের বিপক্ষে বার্সেলোনা ডার্বি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার (১৭)।

•    স্প্যানিশ লিগ ইতিহাসে দলের হয়ে সবচেয়ে বেশি ওপেনিং গোল (১৭)।

•    বার্সার জার্সিতে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপা জয় (৩০)।

    স্প্যানিশ লিগে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৩৪৯)।

•    রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলস্কোরার (১৬)।

...•    ক্লাবের হয়ে রেকর্ড দু’বার ট্রেবল জয় (এ তালিকায় আছেন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, দানি আলভেস, সার্জিও বুসকেটস, পেদ্রো রদ্রিগেজ ও স্যামুয়েল ইতো)।

•    লা লিগায় ম্যাচে টানা গোলস্কোর (টানা ২১ ম্যাচে ৩৪ গোল, ২০১২-১৩ সিজন)।

    স্প্যানিশ সুপার কাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল (১২)।

•    ন্যু ক্যাম্পে অল টাইম লিডিং গোলস্কোরার (২৯০)।

•    সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়নস লিগ জয় (এ তালিকায় আরও আছেন ক্লারেন্স সিডর্ফ, স্যামুয়েল ইতো, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও জেরার্ড পিকে)।

...•    স্প্যানিশ প্রথম বিভাগ ফুটবল (লা লিগা) ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি টানা অ্যাওয়ে ম্যাচে গোলস্কোর (টানা ১৩ ম্যাচ, ২০১২-১৩)।

•    স্প্যানিশ ঘরোয়া লিগে একমাত্র খেলোয়াড় যিনি টানা ৯ মৌসুমে অন্তত ২০টি গোল করেছেন।

•    ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে তিনটি ব্যালন ডি’অর জয় (২৪ বছর, ৬ মাস, ১৭ দিন বয়সে)।

•    স্প্যানিশ লিগ ইতিহাসে ম্যাচে সবচেয়ে বেশি জোড়া গোল (১০১ ম্যাচে)।

•    বার্সার ক্লাব ইতিহাসে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল (২৭)।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।