ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে জাপান সফর শেষ কৃষ্ণাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
জয় দিয়ে জাপান সফর শেষ কৃষ্ণাদের ছবি:সংগৃহীত

দুই ম্যাচ হারের পর শেষ প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। এর মধ্য দিয়ে জাপানের প্রস্তুতি সফরের শেষ হলো। জাপানের ওসাকায় শুক্রবার (২৩ জুন) স্বাগতিক দেশের সেইশো হাইস্কুলের বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগ্রেসরা।

বাংলাদেসের হয়ে গোল পেয়েছেন কৃষ্ণা রাণী রায়, আনুচিং মোগিনি ও মার্জিয়া।

প্রথম থেকেই ম্যাচের লাগাম টেনে ধরে মেয়েরা।

২৮ মিনিটেই কৃষ্ণার গোলে এগিয়ে যাওয়া। দ্বিধীয়ার্ধের পাঁচ মিনিট পর সমতায় ফিরে সেইশো স্কুল। ৫৫ মিনিটে আনুচিংয়ের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশের আনুচিং। ৮৫ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন মার্জিয়া।

চলতি জাপান সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। আগের দুই ম্যাচে সাকাই একাডেমির কাছে যথাক্রমে ৪-২ ও ৫-০ ব্যবধানে হেরেছিল কৃষ্ণা-মার্জিয়ারা।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এ ম্যাচগুলো খেলছে মেয়েরা।

এর মধ্য দিয়ে জাপান সফর শেষ হচ্ছে তাদের। আজ শনিবার (২৪ জুন) বাংলাদেশে ফিরছে ছোটনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।