১ থেকে ১২ মে’র মধ্যে এ টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সার্কভুক্ত দেশগুলোকে সেই প্রস্তাবের বিষয়টি জানাবে তারা।
এর আগে দফায় দফায় পিছিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এবারের আসরটি আয়োজন করতে যাচ্ছে।
এর আগে ২৩ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৪ জানুয়ারি হওয়ার কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে, এ টুর্নামেন্ট আয়োজনে ভারতের পৃষ্ঠপোষকতা জড়িত থাকায় তাদের অনুরোধে পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আবার পরের বছরের মে মাসে নেয়া হচ্ছে টুর্নামেন্ট।
এদিকে আফগানিস্তানকে নেয়ার ব্যাপারে আপত্তি দেখা দিয়েছে। ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়ন মধ্য এশিয়ান ফুটবলে যোগ দেওয়ায় ব্যাপারে কঠোর আপত্তি রয়েছে অন্যান্য সার্কভুক্ত দেশগুলোর। এতে করে এবারের সাফে হয়তো আফগানিস্তান নাও থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭/আপডেটেড ১৮১০ ঘণ্টা
জেএইচ/এমএমএস/এসএইচ