বর্তমানে বার্সার সঙ্গে নেইমারের চুক্তি অনুযায়ী এই ট্রান্সফার ফি অটোমেটিকভাবেই বেড়ে যাবে। ২০১৬’র অক্টোবরে চুক্তিতে তখন তার মূল ছিলো ২০০ মিলিয়ন ইউরো।
২০১৩-১৪ মৌসুমে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে সময় তাকে দলে টানতে চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদও। কদিন আগেই রিয়াল সভাপতি বলেছেন, তাদের সঙ্গে মেডিকেল পরীক্ষাও হয়ে গিয়েছিল নেইমারের। কিন্তু শেষ মুহূর্তে বার্সায় নাম লেখান সান্তোসে ক্যারিয়ার শুরু করা ফরোয়ার্ড।
বার্সেলোনা কিন্তু এখনো নিশ্চিন্ত নয় নেইমারকে নিয়ে। বাজারে গুঞ্জন, রিয়াল এখনো পেতে চায় তাকে। প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) থলেভর্তি টাকা নিয়ে প্রস্তুত তাকে দলে টানতে। বার্সেলোনা সে কারণেই নেইমারের ‘রিলিজ ক্লজ’ দিন দিন বাড়িয়েই যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস