ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি জার্মানি-চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি জার্মানি-চিলি ছবি: সংগৃহীত

কনফেডারেশন্স কাপের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বনাম কোপা আমেরিকার গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। আট দলের এই প্রতিযোগিতায় কে শিরোপা ঘরে নিয়ে যাবে সেটি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব ফুটবল।

সেন্ট পিটার্সবার্গে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আট দলের মহাদেশীয় প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।  

গ্রুপ পর্বেও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয়েছিল চিলি।

তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইটি ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে সেমি-ফাইনালে পর্তুগালের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালের মঞ্চে উঠেছে চিলি। আর মেক্সিকোকে ৪-১ গোলে গুঁড়িয়ে ফাইনালে উঠেছে জার্মানি।

২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারানোর আগে বড় কোনো শিরোপা জিতেনি চিলি। গত বছর যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা প্রতিযোগিতার শতবর্ষী আসরের ফাইনালেও টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি। এই আসরের ফাইনালে জার্মানিকে হারাতে পারলে আরও একটি শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে চিলিয়ানরা।

তবে, ছেড়ে কথা বলবে না জার্মানরা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিততে লড়বে তারা। এবারের আসরে ম্যাট হ্যামেলস, মানুয়েল ন্যুয়ের, সামি খেদিরা, জেরোম বোয়েটাং, টনি ক্রুস, মার্কো রিউসরা শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন। তাদের বিপক্ষে লড়াইয়ের আভাস দিয়ে রেখেছেন চিলির তারকা ক্লদিয়ে ব্রাভো, আরতুরো ভিদাল, অ্যালেক্সিজ সানচেজ, মেডেল, ভার্গাসরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।