সেন্ট পিটার্সবার্গে ফাইনালের লড়াইয়ে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে খেলতে নামে টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু অভিজ্ঞ চিলিয়ানদের হতাশ করে ট্রফির আনন্দে মাতে দ্বিতীয় সারির জার্মান দল।
কোপা আমেরিকায় গত দু’বারই আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে জিতে শিরোপা জিতেছিল চিলি। তবে এবার অনভিজ্ঞ জার্মানিকে পেয়েও এতদূর খেলা নিয়ে যেতে পারেননি সানচেজ-ভিদালরা।
স্টিনডলের গোলটি একরকম চিলির উপহার। টিমো ভের্নার মার্সেলো দিয়াসকে ফাঁকি দিলে সামনে ছিলেন কেবল গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। এগিয়ে আসা এই গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠানোর বদলে জার্মান ফরোয়ার্ড বল বাড়ান অরক্ষিত স্টিনডলকে। ফাঁকা জালে বল পাঠানোর অমন সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত শিরোপা জয় নিয়ে মাঠ ছাড়ে জোকিয়াম লো’র শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস