ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

২০ জনকে বোকা বানিয়ে দিবালার গোল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
২০ জনকে বোকা বানিয়ে দিবালার গোল (ভিডিও) ২০ জনকে বোকা বানিয়ে দিবালার গোল-ছবি:সংগৃহীত

আর্জেন্টিনার ভবিষ্যত তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে চিনিয়েছেন পাওলো দিবালা। যেখানে অনেকে তাকে বিশ্বসেরা ফুটবলার ও জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। সম্প্রতি ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করে হইচই ফেলে দিয়েছেন তরুণ এ তারকা।

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে খেলা দিবালা বর্তমানে ছুটিতে নিজ দেশে রয়েছেন। আর সেখানেই একটি চ্যারিটি ম্যাচে খেলতে নেমেছিলেন।

তবে তার প্রতিপক্ষ ১১ জন নয়, ছিল ২০ জন!

খেলার এক মুহূর্তে দিবালার দল ফ্রি-কিক পায়। কিন্তু তারকা এ ফুটবলারের শট ঠেকাতে বিপক্ষের ১১ জনের পাশাপাশি দর্শক গ্যালারি ও স্বেচ্ছাসেবক সহ মোট আরও ৮-৯ জন নেমে আসেন। তারা সবাই সারিবদ্ধভাবে জালের সামনে দাঁড়িয়ে যান। কেউ আবার গোলবার ধরে ঝুলতে থাকেন।

কিন্তু এতো কষ্টের পরও শ্রম বৃথা যায়। দিবালার বাম পায়ের জোরালো শটে গোলবারের কর্ণার ঘেসে গোলটি ঠিকই হয়ে যায়। অবাক হন প্রতিপক্ষের খেলেয়াড়রা। সেই সঙ্গে উচ্ছ্বসিত হয় পুরো স্টেডিয়াম।

ভিডিও লিংক... 

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।