ছবি: সংগৃহীত
পেশাদার ক্লাব ফুটবলে দীর্ঘ ১৯ বছরের চেলসি অধ্যায়ের ইতি টানলেন জন টেরি। ফ্রি ট্রান্সফারে অ্যাস্টন ভিলায় নাম লিখিয়েছেন অভিজ্ঞ এ ইংলিশ ডিফেন্ডার। নিজের অফিসিয়াল টুইটার পেজে তা নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক ডা. টনি জিয়া।
খুব শিগগিরই অফিসিয়ালি চুক্তির বিষয়টি ঘোষণা দেওয়া হবে। ২০১৬-১৭ মৌসুম শেষে শৈশবের ক্লাব চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।
সংক্ষিপ্ত ঘোষণায় ৩৬ বছর বয়সী টেরিকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করেন টনি জিয়া। টুইটারে লেখেন, ‘বার্হিংহাম শহরে স্বাগতম জেটি (জন টেরি)... অ্যাস্টন ভিলা। ’
চেলসির জার্সিতে ১৯৯৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন টেরি। তার আগে ব্লুজদের যুব একাডেমিতে (১৯৯৫-৯৮) নিজেকে গড়ে তোলেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাতশ’র বেশি ম্যাচ খেলেছেন।
ইংলিশ জায়ান্টদের হয়ে পাঁচটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, তিনটি লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপা জিতেছেন টেরি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।