স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘ডন ব্যালন’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে মতৈক্য ছিল।
জ্লাতান ইব্রাহিমোভিচের জায়গা পূরণে মোরাতার ওপর আস্থা রাখছে ইংলিশ জায়ান্টরা। সব ঠিক থাকলে নতুন মৌসুমে কোচ হোসে মরিনহোর আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী এ স্প্যানিশ ফরোয়ার্ড।
গত বছর জুভেন্টাস থেকে মোরাতাকে ফিরিয়ে আনে রিয়াল। কিন্তু নিয়মিত প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। তাতেই গরম হয়ে ওঠে দলবদলের বাজার। তাকে দলে পাওয়ার রেসে ম্যানইউর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল চেলসি ও এসি মিলান। নতুন ঠিকানা হিসেবে ওল্ড ট্রাফোর্ডকে বেছে নিচ্ছেন প্রতিভাবান এ ‘গোলমেশিন’।
গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়ান মোরাতা। যেখানে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ১৯ ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৭
এমআরএম