ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল ছেড়ে ম্যানইউতে মোরাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
রিয়াল ছেড়ে ম্যানইউতে মোরাতা আলভারো মোরাতো/ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর আরও কাছে আলভারো মোরাতো! ইতোমধ্যেই নাকি নতুন ঠিকানায় পাড়ি জমানোর বিষয়টি বন্ধুদের জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। চলতি সপ্তাহেই অফিসিয়াল ঘোষণা আসতে পারে।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘ডন ব্যালন’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে মতৈক্য ছিল।

ইউনাইটেডের ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব রিয়ালের চাহিদার চেয়ে ১০ মিলিয়ন পাউন্ড কম। শেষ পর্যন্ত প্রায় ৬১.৫ মিলিয়ন পাউন্ডের (৭০ মিলিয়ন ইউরো) চুক্তিতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

জ্লাতান ইব্রাহিমোভিচের জায়গা পূরণে মোরাতার ওপর আস্থা রাখছে ইংলিশ জায়ান্টরা। সব ঠিক থাকলে নতুন মৌসুমে কোচ হোসে মরিনহোর আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী এ স্প্যানিশ ফরোয়ার্ড।

গত বছর জুভেন্টাস থেকে মোরাতাকে ফিরিয়ে আনে রিয়াল। কিন্তু নিয়মিত প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। তাতেই গরম হয়ে ওঠে দলবদলের বাজার। তাকে দলে পাওয়ার রেসে ম্যানইউর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল চেলসি ও এসি মিলান। নতুন ঠিকানা হিসেবে ওল্ড ট্রাফোর্ডকে বেছে নিচ্ছেন প্রতিভাবান এ ‘গোলমেশিন’।

গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়ান মোরাতা। যেখানে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ১৯ ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।