ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

৩০০ মিলিয়নে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
৩০০ মিলিয়নে মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে পেতে হলে আগ্রহী ক্লাবগুলোকে গুণতে হবে ৩০০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে প্রায় ৩ হাজার কোটি! মেসির নতুন চুক্তিতে এমন আকাশছোঁয়া রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে বার্সেলোনা। হানিমুন শেষে বার্সায় ফিরে চুক্তিপত্রে সই করবেন আর্জেন্টাইন আইকন।

তার আগে নতুন চুক্তির বিস্তারিত অফিসিয়ালি প্রকাশ করবে স্প্যানিশ জায়ান্টরা। বুধবার (৫ জুলাই) তা হওয়ার কথা রয়েছে।

সব ঠিক থাকলে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে নিশ্চিত মেসি। সঙ্গে আরও এক বছরের বিকল্প রাখা হয়েছে। তখন তার বয়স হবে ৩৫।

অনেক জল্পনা-কল্পনার পর চুক্তি নবায়ন ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছে দুই পক্ষ। নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন মেসি। ট্যাক্স পরিশোধের পর বাৎসরিক বেতন দাঁড়াবে ২২ মিলিয়ন ইউরোর বেশি।

বহুর অপেক্ষিত মেসির চুক্তি নবায়ন বার্সার জন্য স্বস্তিদায়ক। এখন সামার বিজনেসের অন্য দিকটায় ফোকাস রাখতে পারবে ক্লাব কর্তৃপক্ষ।

মধুচন্দ্রিমায় সময়টা উপভোগ করছেন মেসি। আগামী সপ্তাহে (১২ জুলাই থেকে) টিমমেটদের সঙ্গে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করতে বার্সায় ফিরবেন। তখনই নতুন চুক্তিতে সই করবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

গত শুক্রবার (৩০ জুন) আর্জেন্টিনার রোজারিওতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন মেসি। বিয়ের পর দু’জন তাদের প্ল্যান পরিবর্তন করেন। দুই ছেলে থিয়াগো ও মাতেওকে নিয়ে অ্যান্টিগা ও বার্বুডার দ্বীপপুঞ্জে তারা হানিমুন করছেন।

২০০৪ সালে বার্সার সিনিয়র টিমে অভিষেক হয় মেসির। কাতালান ক্লাবটির হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টি শিরোপা জিতেছেন। পাঁচশ’র অধিক গোল করেছেন। নতুন চুক্তির মধ্য দিয়ে হয়তো ন্যু ক্যাম্পে অবসর নেওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন গত ২৪ জুন ৩০-এ পা রাখা লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।