ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচ হয়ে আর্সেনালে ফিরছেন লেহম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
কোচ হয়ে আর্সেনালে ফিরছেন লেহম্যান আর্সেন ওয়েঙ্গার ও জেন্স লেহম্যান/ছবি: সংগৃহীত

কোচ হিসেবে আর্সেনালে ফিরছেন জার্মানির সাবেক তারকা গোলরক্ষক জেন্স লেহম্যান। সাবেক গুরু আর্সেন ওয়েঙ্গারের কোচিং টিমে যোগ দেবেন তিনি। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ক্লাবে কোচিং ভূমিকায় ফেরার খবরটি প্রকাশ করেছেন লেহম্যান, ‘হ্যাঁ, এটা সত্য, আমি আর্সেনালে ফিরছি। ’ কিন্তু, আর্সেনালের গোলকিপিং কোচ গ্যারি পেইটনের স্থলাভিষিক্ত না হওয়ার কথাও বলা হচ্ছে।

মঙ্গলবার (৪ জুলাই) প্রাক মৌসুমে প্রস্তুতি শুরু করেছে ইংলিশ জায়ান্টরা। আগামী ১৩ জুলাই প্রথম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ সিডনি এফসি।

খেলোয়াড়ী জীবনে গানারদের জার্সিতে প্রথম মেয়াদে পাঁচ মৌসুম (২০০৩-০৮) কাটিয়েছিলেন ৪৭ বছর বয়সী লেহম্যান। ২০১১ সালের মার্চে অবসর ভেঙে এমিরেটস স্টেডিয়ামে তার প্রত্যাবর্তন হয়। দলের গোলরক্ষকদের ইনজুরির কারণে ছিলেন মৌসুমের শেষ পর্যন্ত। তবে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে আর্সেনালের হয়ে ২০০টি ম্যাচ খেলেছেন।

ওয়েঙ্গারের অধীনে এক সময়ের ‘অপরাজেয়’ আর্সেনাল টিমের সদস্য ছিলেন লেহম্যান। ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন। চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। ২০০৫-০৬ মৌসুম ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে স্বপ্নভঙ্গ হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।