ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালের ‘রেকর্ড বয়’ লাকাজেত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
আর্সেনালের ‘রেকর্ড বয়’ লাকাজেত আর্সেনালের ‘রেকর্ড বয়’ লাকাজেত-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড গড়ে দলে টেনেছে আলেক্সজান্দ্রে লাকাজেতকে। লিগ ওয়ানের দল লিঁও থেকে ৫৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ এ স্ট্রাইকার গানারদের দলে আসলেন।

এমিরেটস স্টেডিয়ামের দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন লাকাজেত। আগামী সপ্তাহেই তিনি প্রাক-মৌসুমে আর্সেনালের হয়ে অস্ট্রেলিয়া ও চীন সফর করবেন।

বুধবার ক্লাবের এ বিবৃতিতে বলা হয়, ‘আলেক্সজান্দ্রে লাকাজেত আমাদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তিতে সম্মত হয়েছে। ’

এর আগে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৪ কোটি ৪০ লাখ ইউরোয় মেসুত ওজিলকে কিনেছিল আর্সেনাল। এতদিন এটাই ছিল আর্সেনালের একজন খেলোয়াড়ের পেছনে সর্বোচ্চ ব্যয়।

নতুন তারকা লাকাজেত ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন। তবে লিওঁর হয়ে মোট ২৭৫ ম্যাচ খেলেন তিনি। গত মৌসুমে লিওঁর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৭ গোল করে দলের লিগ ওয়ানে চতুর্থ হতে ও ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠতে দারুণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।