বোনুচ্চির মিলানে যাওয়ার ব্যাপারটি ইতোমধ্যে নিশ্চিত করেছেন রোস্সওনেরিরা।
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের জন্য মিলানের খরচ হয়েছে ৪২ মিলিয়ন ইউরো।
মূলত কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে বনিবনা না হওয়াতেই জুভেন্টাস ছাড়তে হলো বোনুচ্চিকে। গত ফেব্রুয়ারিতে লিগে পালের্মোর বিপক্ষে ম্যাচে দুজনের ঝামেলা হয়েছিল, আর এজন্যই চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে বোনুচ্চিকে দলে রাখেননি অ্যালেগ্রি। গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথমার্ধে পাওলো দিবালার পারফরম্যান্স নিয়েও বিরতিতে বোনুচ্চি ও দানি আলভেসের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন অ্যালেগ্রি।
জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১৯টি ম্যাচ খেলেছেন বোনুচ্চি। যেখানে সেন্টার ব্যাকে খেলা ইতালিয়ান এ তারকা ২১টি গোলও করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭
এমএমএস