ফিলিস্তিনের হেবরনের দুরা স্টেডিয়ামে শুক্রবার (২১ জুলাই) বাছাইপর্বে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান শক্তিতে এগিয়ে থাকলেও তাতে শঙ্কিত নন বাংলাদেশের কোচ অ্যান্ড্রু অর্ড।
বাংলাদেশের এই অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন, ‘আমি ছাত্রদের নিয়ে এই ম্যাচটি অন্তত ড্র করতে চাই। যদিও আমাদের চেষ্টা থাকবে জয় তুলে নেওয়ার। কিন্তু, এ মুহূর্তে আমার চিন্তা ম্যাচ না হারা। কারণ, দলের খেলোয়াড়রা তাদের মানসিকতায় পিছিয়ে পড়েছে। ড্র করতে পারলেও সেটা হবে আমাদের জন্য বড় একটা সাফল্য। হাতে যে দুটি ম্যাচ আছে সেগুলোতে মনোযোগ দেওয়া দরকার। ’
বাংলাদেশের এই নতুন কোচ আরও জানান, ‘আমি দেখেছি ছেলেদের বাইরের দেশে খেলতে নিয়ে গেলেই তারা শঙ্কাবোধ করে। আগের ম্যাচের ফল গুলোই তাদের সামনে চলে আসে। তাদের এ ধরনের মানসিকতা আমাকে ভাবাচ্ছে। আগের ম্যাচের কথা ভুলে তাদের এই স্নায়ুচাপ থেকে বের করা দরকার। ’
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২০ জুলাই ২০১৭
এমআরপি