প্রাক মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) চীন এডিশনে নিজেদের দুই ম্যাচেই ধরাশায়ী হলো বায়ার্ন। শেনজেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (২২ জুলাই) বিকেলে ম্যাচটি শুরু হয়।
বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ ব্যবধানে হারের হতাশা ভুলে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইতালিয়ান পরাশক্তিরা। বায়ার্নের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার বিপরীতে একপেশে জয় উদযাপনে মাতে মিলান। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন তরুণ আইভরিকোস্ট ডিফেন্ডার ফ্রাঙ্ক ইয়ানিক কেসি। জোড়া গোল করেন উঠতি ইতালিয়ান ফরোয়ার্ড প্যাট্রিক কাট্রোন।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে বাভারিয়ানদের হতাশার মাত্রা বাড়ি দেন তুর্কী মিডফিল্ডার হাকান কালহানোগলু। পুরো ম্যাচ জুড়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে।
তিন দিন আগে আর্সেনালের বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া করেছিল বায়ার্ন। দুর্ভাগ্যই বলতে হবে। অন্তিম মুহূর্তে ১-১ সমতায় ফিরে পেনাল্টি শুটআউটে জয় ছিনিয়ে নেয় গানাররা।
চীনের মাটিতে ব্যর্থতা ভুলে বায়ার্নের সামনে আইসিসি ইভেন্টের সিঙ্গাপুর সংস্করণে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ইউরোপের তিনটি দল সেখানে অংশ নেবে। একমাত্র ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। আগামী মঙ্গলবার (২৫ জুলাই) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে।
আটটি ক্লাবের অংশগ্রহণে আইসিসি প্রতিযোগিতার সবচেয়ে জমজমাট আসর চলছে যুক্তরাষ্ট্রে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপিয়ান জায়ান্টরা সেখানে খেলছে। চীন ও সিঙ্গাপুরকে বেছে নেয় বায়ার্ন। নতুন মৌসুমের প্রস্তুতিতে শুধুমাত্র চীনেই নিজেদের ঝালিয়ে নিয়েছে মিলান।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৭
এমআরএম