ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে ম্যানইউর কাছে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
টাইব্রেকারে ম্যানইউর কাছে রিয়ালের হার ছবি:সংগৃহীত

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অপরাজিত রইল ম্যানচেস্টার ইউনাইটেড। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সফরে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জোসে মরিনহোর শিষ্যরা।

ক্যালিফোর্নিয়ায় নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতা থাকার পর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে ২-১ গোলে জিতে রেড ডেভিলসরা। মজার তথ্য দু’দলের পেনাল্টিতে ১০টির মধ্যে সাতটিতেই গোল হয়নি।

স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়া দারুণ পারফরম্যান্স দেখিয়ে মাতেও কোভাসিচ ও অস্কার রদ্রিগেসের শট ফিরিয়ে দেন। আর নির্ধারিত সময়ে রিয়ালকে পেনাল্টি থেকে সমতায় ফেরানো কাসেমিরো টাইব্রেকারে শট নেন ক্রসবারে।

এর আগে প্রথমার্ধের শেষ দিকে অ্যান্তোনিও মার্শালের বানিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন হেসে লিনগার্ড।

পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রাজিলের কাসেমিরো। ডি-বক্সে ইউনাইটেডে নতুন আসা ডিফেন্ডার ভিক্তর লিন্দেলভ তেও এরনঁদেজকে ফেলে দিলে স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

জিনেদিন জিদানের দল প্রাক-মৌসুমের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে টানা চার ম্যাচে অপরাজিত থাকল ইউনাইটেড।

আগামী মাসে মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে উয়েফা সুপার কাপে আবার মুখোমুখি হবে রিয়াল ও ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।