ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বদরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বদরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রংপুর: রংপুরের বদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বে সুইট, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম।

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু, দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হকসহ প্রতিযোগী দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
 
উল্লেখ্য, খেলায় অংশগ্রহণ করে নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সংকরপুর গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।