ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের পর ম্যানসিটির শিকার টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রিয়ালের পর ম্যানসিটির শিকার টটেনহাম ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে না পারলেও ম্যানচেস্টার সিটির জয় আটকাতে পারেনি তাদের প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী টটেনহাম। ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

তিনেসের ন্যাশভিলে নিসান স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় লিড নেয় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে বল জালে পাঠান সেন্টারব্যাক জন স্টোনস।

৭২ মিনিটে সামির নাসরির পাসে ব্যবধান দ্বিগুন করেন ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং।

ম্যাচের শেষদিকে ইনজুরি সময়ে স্কোরলাইন ৩-০ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম ডায়াজ। পুরো ম্যাচ জুড়ে টটেনহামের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে।

সিটিজেনদের প্রাক মৌসুমের প্রস্তুতিটা হলো দুর্দান্তই। শতভাগ জয় দিয়ে তারা যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) মিশন শেষ করলো। ২০১৬-১৭ সিজন সামনে রেখে দলীয় সাফল্যে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আগুয়েরো-স্টার্লিং-সিলভা-ডি ব্রুইন-জেসুসরা।

তিনদিন আগেই স্প্যানিশ জায়ান্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালকে রীতিমতো বিধ্বস্ত করেছে ম্যানসিটি। টটেনহামের বিপক্ষে দাপুটে জয় না এলেও আইসিসি ইভেন্টে শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্ট হতেই পারেন কোচ গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে আইসল্যান্ডে আগামী ৪ আগস্ট (শুক্রবার) ওয়েস্টহামের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শেষব‍ারের মতো নিজেদের ঝালিয়ে নেবে সিটিজেনরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।