ক্লাবের দীর্ঘদিনের প্রেসিডেন্ট প্রয়াত সান্তিয়াগো বার্নাব্যুর (১৯৪৩-৭৮) স্মৃতিকে উৎসর্গ করে প্রতি মৌসুমের শুরুতে এই প্রীতি টুর্নামেন্টের আয়োজন করে রিয়াল। গ্যালাকটিকোদের হোম ভেন্যুও তার নামে।
ফিওরেন্তিনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি নির্ধারণীর দিনক্ষণ চূড়ান্ত। আগামী ২৩ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ৩টায় ম্যাচটি শুরু হবে।
ফিওরেন্তিনাকে হারিয়েই নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি ঘরে তুলেছিল রিয়াল। সেটি ৬০ বছর আগের কথা। ১৯৫৭ সালে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।
সান্তিয়াগো বার্নাব্যু ট্রফিতে ২৬টি জয়ের বিপরীতে ৯ বার হারের স্বাদ পেয়েছে লস ব্লাঙ্কসরা। সবশেষ ২০০৪ সালে মাদ্রিদে গিয়ে শিরোপা উল্লাস করেছিল মেক্সিকোর ক্লাব ইউনিভার্সিদাদ ন্যাসিওনাল। যেটি ইউন্যাম নামেও পরিচিত।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমআরএম