ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে, অনলাইনে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে ছাড়া হচ্ছে বিশ্বকাপের টিকিট।
রাশিয়া বিশ্বকাপের টিকিট দুই ধাপে বিক্রি হবে।
প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপে টিকিট ছাড়ার কোনো সুযোগ নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে কয়েকটি মেয়াদে। প্রথমটি আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এক্ষেত্রে ড্রয়ের মাধ্যমে জেতা ভাগ্যবানরা বিশ্বকাপের টিকিট পাবেন। এরপর আগামী বছরের ১৩ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় ধাপের দ্বিতীয় মেয়াদের টিকিট বিক্রি শুরু হবে।
দ্বিতীয় ধাপের দ্বিতীয় মেয়াদে টিকিট সম্পূর্ণ বিক্রি না হলে তৃতীয় মেয়াদে সেই টিকিট বিক্রি হবে। সেক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে। আর তৃতীয় মেয়াদের টিকিট বিক্রি হবে ১৮ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট হচ্ছে ১০৫ ডলারের। সেটি গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নির্ধারিত। আর সবচেয়ে বেশি মূল্য ১১০০ ডলার, সেটি ফাইনালের টিকিট।
ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, ‘আমরা এমনভাবে টিকেটিং সিস্টেমটা করতে চাই, যাতে সব ধরনের সমর্থকরা এই সুবিধা অর্জন করতে পারে। কারণ, সমর্থকরাই হচ্ছে বিশ্বকাপের প্রাণ। ’
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি