রোববার (১৭ সেপ্টেম্বর) খেলায় বিকেএসপি ১-০ গোলের ব্যবধানে ভারতের সিকিম দলকে পরাজিত করে প্রথম জয় পেয়েছে।
প্রথম থেকেই দু’দল পাল্টাপাল্টি আক্রমণ রচনা করে খেলতে থাকে।
গতকাল (১৬ সেপ্টেম্বর) বিকেএসপি প্রথম খেলায় আন্দামান এ্যান্ড নিকোবারের বিপক্ষে ওয়াক ওভার লাভ করে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান দলের এ বিজয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
টুর্নামেন্টে মোট ৪০ টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে। পুল ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে আন্দামান এ্যান্ড নিকোবার, সিকিম, আফগানিস্তান ও পাঞ্জাব। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেএসপি আফগানিস্তান ও ১৯ সেপ্টেম্বর পাঞ্জাবের বিপক্ষে খেলবে। ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ২৪ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ২৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিকেএসপির ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো: শাহাদত হোসেন ও মো: আনোয়ার হোসেন। সুব্রত কাপ-২০১৭ এর অপরাজিত চ্যাম্পিয়ন বিকেএসপির বালিকা ফুটবল দলটি আগামী ১৯ সেপ্টেম্বর রাতে বিকেএসপিতে প্রত্যাবর্তন করবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি