নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। লম্বা সময়ের জন্য সাইডলাইনে চলে গেলেন ২০ বছর বয়সী এ উঠতি ফ্রেঞ্চ তারকা।
বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাকারি ওরাভার অধীনে ট্রিটমেন্টের জন্য অাগামী সপ্তাহে ফিনল্যান্ডে যাবেন ডেম্বেলে। অতীতে একই ধরনের সমস্যায় থমাস ভারমাইলেন, পেপ গার্দিওলা ও মার্কো ফন বাস্তেনকে ফিট করে তুলেছিলেন তিনি।
দীর্ঘ ইনজুরির কারণে লা লিগা সূচির প্রথম রাউন্ডের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব মিস করবেন ডেম্বেলে। তার অনুপস্থিতে আক্রমণভাগে স্প্যানিশ জেরার্ড দেউলেফেউ হবেন কোচ আর্নেস্টো ভালভার্ডের প্রথম পছন্দ।
নেইমারের অভাব পূরণে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে অনেক দর কষাকষির পর বড় অঙ্কের (১০৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে ডেম্বেলেকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে আনে কাতালানরা। কিন্তু বার্সা ক্যারিয়ারের শুরুতেই সঙ্গী হলো ইনজুরির থাবা!
গত ৯ সেপ্টেম্বর এসপানিওলের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচটিতে বদলি হিসেবে বার্সার জার্সিতে অভিষেক ঘটে ডেম্বেলের। লুইস সুয়ারেজের করা শেষ গোলটিতে অ্যাসিস্ট করে নজর কাড়েন প্রতিভাবান এ ফরোয়ার্ড। তিনদিন পর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়। জুভেন্টাসের বিপক্ষে (৩-০) নামেন শুরুর একাদশেই।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম