বেড়ে ওঠার সময় নাকি বেডরুমে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার টাঙিয়ে রাখেন ১৮ বছর বয়সী এমবাপ্পে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ফুটবল আইডলদের নাম জিজ্ঞেস করা হয়।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার রোনালদো, বর্তমান ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ও চেলসির বেলজিয়ান আইকন ইডেন হ্যাজার্ডকে নিজের আইডল হিসেবে অভিহিত করেছেন এমবাপ্পে।
সামার ট্রান্সফার উইন্ডোতে মোনাকে ছেড়ে এমবাপ্পের স্বদেশী কিংবদন্তি জিনেদিন জিদানের রিয়ালে পাড়ি জমানোর জোরালো সম্ভাবনা জেগেছিল। শৈশবের আইডল রোনালদোর পাশে খেলতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বার্সেলোনা থেকে নেইমারের পর প্রতিভাধর এমবাপ্পেকেও ভাগিয়ে আনে ফ্রেঞ্চ জায়ান্টরা। এখন তো বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ পিএসজির দখলে। নেইমার-এমবাপ্পের সঙ্গে আছেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম