ন্যু ক্যাম্পে সব ধরনের ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোল পূর্ণ করেছেন ত্রিশ বছর বয়সী মেসি। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখানোর পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
১২ বছরের অধিক সময় পর হোম ভেন্যুতে তিনশ গোলের কীর্তিতে নাম লেখালেন তর্কসাপেক্ষে নিজের প্রজন্মের সেরা মেসি। ন্যু ক্যাম্পে তার প্রথম গোলটি আসে ২০০৫ সালের ১ মে আলবাসেতের বিপক্ষে।
লিগ শিরোপা পুনরুদ্ধারে বার্সাকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা মেসি। লা লিগায় পাঁচ ম্যাচে ৯ গোলের মধ্যে হ্যাটট্রিক হয়ে গেছে দু’টি। সব মিলিয়ে আট ম্যাচে ১২ বার জালের দেখা পেয়েছেন। শতভাগ জয়ে লিগ টেবিলের শীর্ষে কাতালানরা।
ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছুই অর্জন করেছেন মেসি। প্রতিপক্ষের মাঠে স্বাগতিকদের সামনে তিনি মূর্তিমান আতঙ্কের নাম। ন্যু ক্যাম্পে তো আরও অপ্রতিরোধ্য। এখানে পাঁচবার ম্যাচে চারটি গোল করে দেখিয়েছেন (অার্সেনাল, ভ্যালেন্সিয়া, এসপানিওল, ওসাসুনা ও এইবার)। ঘরের মাঠে এক ম্যাচে পাঁচটি গোলেরও দৃষ্টান্ত আছে (চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে)।
ন্যু ক্যাম্পে এক ম্যাচে চার কিংবা পাঁচটি গোল করার সামর্থ্য রাখা মেসি হ্যাটট্রিক করেছেন বহুবার। এ সংখ্যা ২০টি। প্রথমবার এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০০৭ সালে।
৩০০ গোল করার পথে মেসির সবচেয়ে প্রিয় শিকার এসপানিওল। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৫টি গোল করেছেন তিনি। অ্যাতলেতিকো মাদ্রিদ, সেভিয়া ও ওসাসুনার বিপক্ষে সমান ১৪টি করে। বলা চলে, এ স্টেডিয়াম ও দর্শকদের ভালোবাসার মধ্যমণি হয়ে আছেন লিওনেল মেসি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম