ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দলের বাইরে রাখা হচ্ছে নেইমারকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
দলের বাইরে রাখা হচ্ছে নেইমারকে ছবি: সংগৃহীত

ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে টেবিলের শীর্ষে এই মুহূর্তে পিএসজি। পরের ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ ১২ নম্বরে থাকা মোপেরিয়ে এফসি। অবশ্য এই ম্যাচে দেখা যাবে না বিশ্ব কাঁপানো ট্রান্সফার ফি নিয়ে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিল তারকাকে।

পায়ের চোটের কারণে মোপেরিয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। তবে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড ফিরবেন বলে আশা করছে পিএসজি।

আগামী বুধবার বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পিএসজি।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, নেইমারের পায়ের পাতায় হালকা চোট রয়েছে। তাই তাকে পরবর্তী ম্যাচে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না পিএসজি কোচ উনাই এমেরি।

এই মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানের খেলা পাঁচ ম্যাচে চার গোল করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি। চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকে সেল্টিকের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।