ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার টানা ছয়, মাইলফলকে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বার্সার টানা ছয়, মাইলফলকে সুয়ারেজ ছবি: সংগৃহীত

গোল করেই লা লিগায় নিজের শততম ম্যাচটি উদযাপন করেছেন লুইস সুয়ারেজ। জিরোনার মাঠে তার মাইলফলকের দিনে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা। যার দু’টিই আবার আত্মঘাতী।

এ নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নতুন মৌসুমে টানা ছয় ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত করলো কাতালানরা। জিরোনার বিপক্ষে লক্ষ্যভেদ করতে পারেননি আগের ম্যাচেই (এইবারের বিপক্ষে) চার গোল করা লিওনেল মেসি।

মূলত, ম্যাচের পার্থক্য গড়ে দেয় ১৭ ও ৪৮ মিনিটের আত্মঘাতী গোল। নিজেদের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ৬৯ মিনিটে স্কোরশিটে নাম লেখান উরুগুইয়ান ‘গোলমেশিন’। পূর্ণতা পায় তিন অঙ্কের ম্যাচে প্রবেশের উপলক্ষ।

ছবি: সংগৃহীতএদিকে ষষ্ঠ রাউন্ডের খেলায় সেভিয়াকে ২-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদ ও দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ছয় ম্যাচে শতভাগ জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে বার্সা (১৮)। চার নম্বরে থাকা রিয়ালের সংগ্রহ ১১।

বার্সার পরবর্তী ম্যাচ ন্যু ক্যাম্পে। প্রতিপক্ষ লাস পালমাস। ‍আগামী ১ অক্টোবর (রোববার) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় খেলা শুরু হবে। একইদিন সান্তিয়াগো বার্নাব্যুতে এসপানিওলকে আতিথ্য দেবে রিয়াল (দিবাগত রাত পৌনে ১টা)।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।