সবশেষ জিরোনার মাঠে ৩-০ গোলের জয় পায় কাতালানরা। লিগ টেবিলে লিড এখন ৪ পয়েন্ট।
কোচের ভূয়সী প্রশংসাই করেছেন আলবা। এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এ স্প্যানিশ লেফটব্যাক বলেন, ‘কোচ পুরো স্কোয়াডকে পরিপূর্ণভাবে পরিচালনা করছেন, আমরা প্রত্যেকে খেলার সুযোগ পাচ্ছি। তিনি আমাদের সঙ্গে খুব ভালোভাবে কাজ করছেন। আমরা তার কোচিং পদ্ধতিতে সাড়া দিচ্ছি। আমার মতো প্রত্যেকের মাঝেই একটা ইতিবাচক অনুভূতি কাজ করছে। ’
গত মৌসুম মিলিয়ে টানা ১৩টি লিগ ম্যাচ জিতেছে বার্সা। দুর্দান্ত ফর্মটা ধরে রাখতে চান ভালভার্ডে, ‘এই দলটার স্পিরিট চমৎকার। আমরা অ্যাটাক ও ডিফেন্সে একত্রিত থাকার চেষ্টা করছি। আমি এই টিমের যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তা হচ্ছে এরা কঠোর পরিশ্রমের জন্য একতাবদ্ধ। ’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চোখ রাখছে বার্সা। মেসি-সুয়ারেজদের সামনে পর্তুগালের স্পোর্টিং লিসবন। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) স্প্যানিশ জায়ান্টদের আতিথ্য দেবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম