ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিশোধের ম্যাচে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
প্রতিশোধের ম্যাচে হারলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

নেপালকে হারিয়ে সাফ অনূধর্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে খেলতে নেমে হেরে যেতে হলো বাংলাদেশকে। নেপালের বিপক্ষে বাংলাদেশের হার ২-১ গোলের। তারপরও শিরোপা জেতার আশা এখনও নিভে যায়নি।

২০১৫ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শেষ আসরে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এবার নেপালের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে নেমেছিল বাংলাদেশের কিশোররা।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার (২৫ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে দুই দল।

ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় লিড নেয় নেপাল। গোল করেন অভিষেক রিজাল। তবে, সমতায় ফিরতে বাংলাদেশের খুব একটা বেশি সময় লাগেনি। ম্যাচের ৩০ মিনিটের মাথায় আল আমিনের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ১-১ গোলে সমতা ধরে রেখে দুই দল বিরতিতে যায়।

বিরতির পর নিজেদের আধিপত্য ধরে রাখলেও ম্যাচের ৫৩ মিনিটের মাথায় বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ লাল-কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দশ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল ঢুকিয়ে দেয় নেপাল। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ২-১ গোলে এগিয়ে যায় নেপাল। আর এই স্কোরেই ম্যাচ শেষ হয়।

ম্যাচ শেষে অফিসিয়ালদের সাথে বিতর্কে লিপ্ত হন বাংলাদেশের কিশোররা। তবে, অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।

পাঁচ জাতীর রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরটিতে শিরোপা জয়ের পথে এগিয়ে থাকবে যারা সবথেকে বেশি পয়েন্ট পাবে।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকা লাল-সবুজের দলটি দ্বিতীয়ার্ধে ভারতের জালে উল্টো ৪ গোল করে ম্যাচ জিতে নেয়। আত্মবিশ্বাসী বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে।

বাংলাদেশের সামনে এখনও এক ম্যাচ বাকি। শেষ ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে জিততেই হবে জাফর-রহমতদের। কোচ মাহবুব হোসেন রক্সি জয় ছাড়া কিছু ভাবছেন না।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।