ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গিগসের ম্যানইউ একাদশে রোনালদো-রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
গিগসের ম্যানইউ একাদশে রোনালদো-রুনি ছবি:সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগস সম্প্রতি তার সাবেক ক্লাবের স্বপ্নের একাদশ তৈরি করেছেন। যেখানে তিনি বর্তমান তারকাদের থেকে শুরু করে রেখেছেন সাবেকদেরও। এ তালিকায় রাখা হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

বিতর্ক সাপেক্ষ্যে এই দলে অবশ্য বাদ পড়েছেন এরিক ক্যানটোনা, নেমানজা ভিডিক, প্যাট্রিক এভরা ও ডেভিড গিয়াদের মতো তারকারা।

গিগস তার আক্রমণভাগ সাজিয়েছেন রোনালদো ও ওয়েন রুনিকে দিয়ে।

যদিও বর্তমান ফুটবলার হলেও এরা এখন কেউই নেই ম্যানইউতে। রোনালদো অনেক আগেই ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মৌসুমে শৈশবের ক্লাব এভারটনে ফিরে গেছেন রুনি।

মিডফিল্ডে গিগস নিজের সঙ্গে রেখেছেন ডেভিড বেকহ্যাম, রয় ক্যান ও পল স্কোলেসকে। আর রক্ষণভাগে আছেন, গ্যারি নেভিল, ডেনিস আইরউইন, জাপ স্ট্যাম্প ও রিও ফার্দিনান্দকে।

গোলরক্ষক হিসেবে এই দলে আছেন পিটার স্চেমিশায়েল।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।