ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

খুঁজে পাওয়া যাচ্ছে না মুক্তিযোদ্ধাকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
খুঁজে পাওয়া যাচ্ছে না মুক্তিযোদ্ধাকে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রিমিয়ার লিগে নিচের দিকের দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি মুক্তিযোদ্ধার পকেটে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। মুক্তিযোদ্ধা প্রথমার্ধে বেশ ভালো শুরু করলেও সময়ের সাথে তা মিলিয়ে গেছে।

দ্বিতীয়ার্ধে তো খুঁজেই পাওয়া যায়নি মুক্তির স্ট্রাইকারদের। বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচেই ব্যর্থতার গল্প রচনা করে তরুণ কোচ মাসুদ পারভেজ কায়সারের ছাত্ররা।

নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ ও আরামবাগকে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। তবে, পরের রাউন্ড থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দলটিকে। টানা ৫ হারের পর এবার ড্রয়ের মুখ দেখেছে মুক্তিযোদ্ধা।

অবনমনের শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধা ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। ৫ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ফরাশগঞ্জ রয়েছে একাদশ স্থানে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।