ছবি: সংগৃহীত
একের পর এক চমক দেখিয়ে চলেছে দেশের ফুটবলে সাড়া জাগানো সাইফ স্পোর্টিং ক্লাব। ১০ জনের দল নিয়েও প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে নবাগত দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
শেখ রাসেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাইফের রাইটব্যাক রিয়াদুল হাসান।
প্রথমার্ধের যোগ করা সময়ে হেমন্ত-জুয়েলের প্রচেষ্টা ব্যর্থ হলে ভালো একটি সুযোগ নষ্ট হয় সাইফের। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাইটব্যাক রিয়াদুলকে হারায় সাইফ। কিন্তু দশ খেলোয়াড় নিয়েই শেষ পর্যন্ত ম্যাচ জিততে জিততেও জেতা হয়নি ইংলিশ কোচ কিম গ্রান্টের দলটির।
ম্যাচের ৬২ মিনিটে হেমন্তর কর্নার থেকে হেড করেন সাইফের দলপতি জামাল ভূঁইয়া। বল জালে জড়ালে ১-০তে এগিয়ে যায় সাইফ।
৭০ মিনিটের মাথায় সমতায় ফেরে শেখ রাসেল। দলকে সমতায় ফেরান মিডফিল্ডার ফজলে রাব্বি।
এই ড্রয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।